11506

04/23/2025 গোদাগাড়ীতে সংবর্ধনা ও মতবিনিময় সভা

গোদাগাড়ীতে সংবর্ধনা ও মতবিনিময় সভা

রাজটাইমস ডেস্ক

২২ অক্টোবর ২০২২ ০৬:২২

রাজশাহীর গোদাগাড়ীতে বরণ সংবর্ধনা ও বাদামী গাছ ফড়িং বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সরমঙ্গলা পার্কে উপজেলা পেস্টিসাইড ডিলার এসোসিয়েশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নব নির্বাচিত উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও গোদাগাড়ী পৌরসভার মেয়র , সদ্য যোগদানকারী কৃষি কর্মকর্তা নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য ও সাধারণ সম্পাদকসহ সকল উপ সহকারী কৃষি কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা পেস্টিসাইড ডিলার এসোসিয়েশন সভাপতি আকবর আলী মাস্টারের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র অয়েজউদ্দীন বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিভাষ সরকার ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিকুল আলমসহ বিভিন্ন ব্লকের কৃষি কর্মকর্তারা ।

বরণ সংবর্ধনা ও বাদামী গাছ ফড়িং বিষয়ে মতবিনিময় সভা পরিচালনা করেন, উপজেলা পেস্টিসাইড ডিলার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম।

বক্তারা বলেন, বাদামী গাছ ফড়িং থেকে সবাইকে সচেতন করতে হবে। আর সেই সাথে বর্তমানে ভোজ্যতেলের চাহিদার মাত্র ১০-১৫ শতাংশ দেশীয় উৎস থেকে পূরণ হয় উল্লেখ করে তিনি বলেন, ‘বিদেশ থেকে আনা ভোজ্যতেলের ওপর চাহিদা কমাতে আগামীতে এ অঞ্চলে সরিষার উৎপাদন বাড়িয়ে দেশের বর্তমানের ১০ শতাংশ থেকে ৪০ শতাংশে নিয়ে যেতে হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]