1151

03/16/2025 গোদাগাড়ীতে এসিড ছুঁড়ে স্ত্রীর মুখ ঝলসে দিল স্বামী

গোদাগাড়ীতে এসিড ছুঁড়ে স্ত্রীর মুখ ঝলসে দিল স্বামী

রাজটাইমস ডেস্ক

২ অক্টোবর ২০২০ ২০:২৪

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় স্ত্রীকে এসিড নিক্ষেপ করে মুখ ঝলসে দিয়েছে পাষন্ড স্বামী।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) উপজেলার রানীনগর এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের কারণে এই ঘটনা ঘটেছে। মাহবুবা বেগম নামে ১৫ বছর বয়সের এক কিশোরীর সাথে সম্প্রতি বিয়ে হয় একই এলাকার ট্রাক হেলপার মুরাদ আলীর। বিয়ের পর থেকেই যৌতুক সহ নানা কারণে স্ত্রী মাহবুবাকে শারিরিক নির্যাতন করে আসছিলো মুরাদ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে দাম্পত্য কলহের জের ধরে মুরাদ আলী স্ত্রীর মুখে এসিড নিক্ষেপ করে। জরুরী ভিত্তিতে তাকে গোদাগাড়ি সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয় নি বলে জানিয়েছে গোদাগাড়ী পুলিশ।

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]