03/14/2025 নাটোরে ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত
রাজটাইমস ডেস্ক
২২ অক্টোবর ২০২২ ২২:৪৫
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রামে ট্রাকের ধাক্কায় রফিকুল ইসলাম (৩৭) নামে এক সিএনজি অটোরিকশাচালক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (২২ অক্টোবর) সকাল ৬টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক রফিকুল ইসলাম চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রামের মৃত আবদুস সোবাহানের ছেলে।
এলাকাবাসী জানায়, শুক্রবার (২১ অক্টোবর) রাতে সিএনজি অটোরিকশাচালক রফিকুল তার ২ সহযোগীকে নিয়ে চলনবিলে মাছ ধরেন। সকালে মাছ নিয়ে চৌগ্রাম আড়তে আসার সময় চৌগ্রাম এলাকায় একটি অজ্ঞাত ট্রাক ওই সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় থাকা তিনজনকে আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয়রা। সেখানে চালক রফিকুল ইসলামকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘাতক ট্রাক জব্দসহ ওই ট্রাকের চালককে আটকে অভিযান অব্যাহত রয়েছে।