04/04/2025 আরইউজে’র সভাপতি আউয়াল ও সম্পাদক স্বপন
রাজটাইমস ডেস্ক
২৩ অক্টোবর ২০২২ ০৮:০৮
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গত ১৯ অক্টোবর। সভাপতি ও সম্পাদকের বিপরীতে প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হন। শনিবার বিকেলে নির্বাচন কমিটি চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করে। এতে ৭ সদস্য বিশিষ্ট এই পরিষদের সব প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি দৈনিক আমাদের নতুন সময়ের রাজশাহী ব্যুরো চিফ মঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক দৈনিক রাজশাহীর আলোর স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, কোষাধ্যক্ষ দৈনিক নতুন প্রভাতের বার্তা সম্পাদক তৌফিক ইমাম পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি ওমর ফারুক এবং নির্বাহী সদস্য দৈনিক নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব।
বিশিষ্ট গবেষক ও লেখক মাহবুব সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিটি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। কমিটির অপর দুই সদস্য হলেন- প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ ও অ্যাডভোকেট মো. রজব আলী।