1153

03/17/2025 নগরীতে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

নগরীতে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

রাজটাইমস ডেস্ক

২ অক্টোবর ২০২০ ২২:৪৪

রাজশাহী নগরীতে পালিত হল আন্তর্জাতিক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক অহিংস দিবস।

শুক্রবার (০২ অক্টোবর) নগরীর ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে হাইকমিশনার কার্যালয়ে দিবসটি পালিত হয়।

দিবসটি পালনে মহাত্মা গান্ধীর জীবনী নিয়ে আলোচনা সভা ও ব্লাড এন্ড প্লাজমা ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও উদ্বোধক ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সঙ্গীতজ্ঞ পণ্ডিত অমরেশ রায় চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন অতিথিরা।

এই সময় আলোচনা সভায় মহাত্মা গান্ধীর জীবনী, আদর্শ ও দর্শন নিয়ে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর চিত্তরঞ্জন মিশ্র। স্বাগত বক্তব্য দেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি।

স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর সহযোগিতায় ব্লাড এন্ড প্লাজমা ডোনেশন ক্যাম্প সম্পন্ন হয়।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com