11552

08/03/2025 বাংলাদেশ ব্যাংকের এডি নিয়োগ পরীক্ষা স্থগিতে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশ ব্যাংকের এডি নিয়োগ পরীক্ষা স্থগিতে হাইকোর্টের নির্দেশ

রাজটাইমস ডেস্ক

২৪ অক্টোবর ২০২২ ০৬:৪৭

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ পদে আবেদনের জন্য ‘কেন চাকরি প্রার্থীদের বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করা হবে না’ জানতে রুল জারি করা হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আগামী ২৮ অক্টোবর এই পরীক্ষার তারিখ নির্ধারিত ছিল। গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের ‘সহকারী পরিচালক-জেনারেল’ পদে প্রিলিমিনারি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]