1157

09/21/2024 সিংড়ায় নদীগর্ভে বিলীন ১০ বাড়ি

সিংড়ায় নদীগর্ভে বিলীন ১০ বাড়ি

সিংড়া প্রতিবেদক

৩ অক্টোবর ২০২০ ০০:৫৪

নাটোরের সিংড়ায় আত্রাই নদীর পানির প্রবল স্রোতে শোলাকুড়া মহল্লার ১০টি বাড়ি সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এসময় আরও ৫টি বাড়ি ভাঙনে বিলীন হবার উপক্রম হয়েছে।

স্থানীয়রা জানায়, ইতিমধ্য বিধস্ত হয়েছে জহুরুল, জহির, কুদ্দুস, রহিম, সফের, বাবলু, মতলেব, শাজা, শামিমসহ ১৫টি বাড়ি। নদীর পানি কমলে ও ভাঙনের তীব্রতা বেড়েছে, আতংকে মানুষ মালামাল অন্যত্র সরে নিচ্ছে।

সকালে সরেজমিনে গিয়ে নদীর পানি তীব্র বেগে প্রবাহিত হতে দেখা যায়। পানিবন্দি মানুষেরা অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে রয়েছেন। অনেকেই বাড়িতেই মাচা করে তার ওপরে অবস্থান করছে। যাদের সে অবস্থাও নেই তারা ২৫টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

পানি উন্নয়ন বোর্ঢের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান জানান, গতকাল আত্রাই নদীর পানি বিপদ সীমার ১১১ সেন্টিমিটার থেকে ৫১ সেন্টি মিটারে নেমে এসেছে। তবে বন্যার পানি নেমে যেতে আরো কয়েকদিন সময় লাগবে। পানি উন্নয়ন বোর্ড বালির বস্তা ফেলে বিভিন্নস্থানে ভাঙন রোধের চেষ্টা করছে। 

আন্দালীব/02

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]