11592

03/15/2025 এক সপ্তাহে অন্তত ইউক্রেনের ১৪০০ সেনা নিহত: রাশিয়া

এক সপ্তাহে অন্তত ইউক্রেনের ১৪০০ সেনা নিহত: রাশিয়া

রাজটাইমস ডেস্ক: 

২৬ অক্টোবর ২০২২ ০৪:১৫

রাশিয়া দাবি করেছে, ইউক্রেন রুশ অধিকৃত এলাকা পুনরুদ্ধারে হামলা চালাতে গিয়ে গত এক সপ্তাহে অন্তত এক হাজার ৪০০ সেনা হারিয়েছে।

  • রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ সোমবার (২৪ অক্টোবর) নিয়মিত ব্রিফিংকালে এ দাবি করেন।

তিনি বলেন, নিহতদের মধ্যে ইউক্রেনের হয়ে যুদ্ধ করতে আসা অনেক ভাড়াটে সেনাও রয়েছেন।

এর মধ্যে ইউক্রেন সবচেয়ে বেশি সেনা ও সমরাস্ত্র হারিয়েছে নিকোলাইভ-ক্রিভোই রগ অঞ্চলে।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাসের খবরে আরও বলা হয়েছে, গত ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চালানো রুশ বাহিনীর বিশেষ অভিযানে ইউক্রেনের এসব সেনা নিহত হয়েছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত ১৮-১৯ অক্টোবর ইউক্রেনের সেনা অবস্থান ও বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিমান হামলা চালানো হয়েছে। এ ছাড়া গত ২০ ও ২৩ অক্টোবর ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনীর জন্য তেল সরবরাহকারী ডিপোগুলো বোমা মেরে উড়িয়ে দেওয়ার দাবিও করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গত সপ্তাহে ইউক্রেনের সবচেয়ে বেশিসংখ্যক ৮০০ সেনা নিহত হয়েছেন নিকোলাইভ-ক্রিভোই রগ অঞ্চলে, এর পর লিমানের ক্রাসনিতে ৩০০, কুপায়ানস্কে ১৬০, দোনেস্কে ৮০ এবং জাপোরঝিয়ায় ৪০ সেনা হারিয়েছে।

সূত্র: তাস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]