04/23/2025 গোদাগাড়ীতে দুই কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
রাজটাইমস ডেস্ক
২৬ অক্টোবর ২০২২ ০৮:৫৩
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুই কেজি ১৪৫ গ্রাম হেরোইন জব্দ করেছে র্যাব। এ সময় এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মামুন মিয়া (৩৫)।
চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া বাজার কলোনীপাড়ায় তার বাড়ি। সোমবার রাত ৮টার দিকে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি উপ-অধিনায়ক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার অভয়া কামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের ২ কেজি ১৪৫ গ্রাম হেরোইনসহ মামুনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।