1162

03/16/2025 জাহানারা জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  

জাহানারা জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  

নিজস্ব প্রতিবেদক

৩ অক্টোবর ২০২০ ০২:৩৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে রাজশাহী কিশোর ফুটবল একাডেমি আয়োজিত জাহানারা জামান স্মৃতি ফুটবল টুর্নামেট এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সংলগ্ন জাহানারা জামান স্মৃতি মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, খেলাধূলায় আবারো প্রাণ ফিরে পাচ্ছে রাজশাহী। করোনা ভাইরাসের সংক্রমনের কারণে খেলাধূলা ব্যাহত হয়েছে। করোনা পরিস্থিতি উন্নতির ফলে ক্রীড়াঙ্গনে প্রাণ ফিরে আসছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা হবে।
এ সময় জাহানারা জামান স্মৃতি মিনি স্টেডিয়ামে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং টুর্নামেন্ট আয়োজকদের ধন্যবাদ জানান সিটি মেয়র ।
টুর্নামেন্টে ৮টি দল অংশ নিয়েছে। নাটোর, পাবনা, বগুড়া ও নওগাঁ জেলা দল, রাজশাহী পদ্মা স্পোটিং, কিশোর ফুটবল একাডেমি, মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ সংঘ, রাজশাহী ট্রেনিং সেন্টার দল। প্রথম দিন পদ্মা স্পোটিং ও বগুড়া দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বগুড়া জেলা দলকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে পদ্মা স্পোটিং। বৃষ্টিস্নাত প্রাণবন্ত খেলাটি পুরো সময় ধরে উপভোগ করেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-২ ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান, টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক বজলুর রহমান রতন, কিশোর ফুটবল একাডেমি‘র সভাপতি আরমান পারভেজ ধুলু, মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আজাদ, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, জেলা শ্রমিক লীগ সভাতি আবদুল্লাহ গণি, সাবেক ফুটবলার জুরাত, জেড মামুন, রায়হান, শামীমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা ও ধারাভাষ্যে ছিলেন সিরাজী ফেরদৌস ইমন।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]