11626

03/14/2025 তদন্ত কমিটি করতে মন্ত্রণালয়কে অনুরোধ

তদন্ত কমিটি করতে মন্ত্রণালয়কে অনুরোধ

ডেস্ক নিউজ

২৭ অক্টোবর ২০২২ ০৮:৪৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী এমজিএম শাহরিয়ারের মৃত্যুকে কেন্দ্র করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সৃষ্ট ঘটনা তদন্তে গঠিত তদন্ত কমিটি অকার্যকর হয়ে পড়েছে।

ঘটনার রাতে রাবির বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মুখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নওশাদ আলীকে প্রধান করে গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটিতে রাবি ও আরএমপির ২ জন করে প্রতিনিধি থাকার কথা ছিল। কিন্তু অধ্যক্ষ নওশাদ আলী লিখিতভাবে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। ফলে যৌথ ওই কমিটি অকার্যকর হয়।

এদিকে বুধবার সকালে রাজশাহী মেডিকেল হাসপাতাল পরিচালনা পর্ষদের এক সভায় শাহরিয়ারের মৃত্যুর ঘটনা ও পরবর্তী ঘটনা তদন্তে স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন দুটি পৃথক তদন্ত কমিটি গঠনের জন্য চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ফজলে হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানান।

এদিকে ঘটনার একদিন পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ডা. কফিল উদ্দিনকে প্রধান করে ৩ সদস্যের একটি পৃথক তদন্ত কমিটি গঠন করেন। এই কমিটি হাসপাতালের অভ্যন্তরীণ কমিটি যার ফলাফল নিয়ে রাবি শিক্ষার্থীরা সংশয় প্রকাশ করে আসছেন।

উল্লেখ্য গত ১৯ অক্টোবর রাতে রাবির হলের ছাদ থেকে পড়ে মার্কেটিং চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার গুরুতর আহত হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। রাবি শিক্ষার্থীরা শাহরিয়ারের চিকিৎসায় গুরুতর অবহেলার অভিযোগ পরে আসছেন।

সূত্র: যুগান্তর। 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]