11627

04/20/2025 দোকানের মধ্যে যুবককে গুলি করে হত্যা

দোকানের মধ্যে যুবককে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ

২৭ অক্টোবর ২০২২ ০৮:৫১

পাবনার আটঘরিয়ায় প্রকাশ্যে দোকানের মধ্যে মুছা খাঁ (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আটঘরিয়া উপজেলার চাঁচকিয়া ওলির মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মুছা খাঁ আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চাঁচকিয়া দিয়ারপাড়া গ্রামের ওলি খাঁর ছেলে। তিনি চরমপন্থী সংগঠন পূর্ববাংলা সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, চাঁচকিয়া ওলির মোড় বাজারে মুছা একটি চায়ের দোকানে ক্যারাম বোর্ড খেলছিলেন। এমন সময় ৫-৭ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী অতর্কিত দোকানের মধ্যে ঢুকে ওলিকে ঘিরে ধরে। পরে তাকে খুব কাছে থেকে গুলি করে হত্যার পর সন্ত্রাসীরা বীরদর্পে চলে যায়। এ সময় ভয়ে ওই দোকানে থাকাসহ আশে পাশের মানুষ দিক্বিদিক ছুটাছুটি করতে থাকে।খবর পেয়ে আটঘরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং মুছার লাশ উদ্ধারের ব্যবস্থা করে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মুছা একজন চরমপন্থী দলের আঞ্চলিক নেতা ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

ওসি আরও জানান, নিজ দলের মধ্যে আভ্যন্তরীণ কোন্দলেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সূত্র: যুগান্তর।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]