11633

04/23/2025 দূর্গাপুরে সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু

দূর্গাপুরে সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর ২০২২ ০২:৪১

রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে সুমন (৩০) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। সাপ ধরতে গিয়ে সাপে কামড় দেয় । পরে বিষক্রিয়া ছড়িয়ে পড়লে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় সাপুড়ে সুমনের মৃত্যু হয় ।

 বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যার সময় শ্যামপুর গ্রামের পশ্চিম পাড়ার আলতাফ হোসেনের বাড়িতে সাপ ধরতে গিয়ে একটি বিষধর সাপ ছোবল দেয় সুমনকে। সেখান থেকে বাড়ি ফিরে কাউকে কিছু না জানিয়ে রাতে শুয়ে পড়ে সুমন। পরে রাত অনুমান ১২টার দিকে তাঁর শরীরে বিষক্রিয়া শুরু হলে সুমন তাঁর খালাতো ভাই সবুজকে ডেকে বলে, আমি সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত হয়েছি। আমার শরীরে বিষক্রিয়া শুরু হয়েছে। আমাকে দ্রুত হাসপাতালে নিয়ে চল। পরে সেখান থেকে তাঁকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]