11635

04/23/2025 ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়হীন অভিযান বন্ধের দাবী

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়হীন অভিযান বন্ধের দাবী

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর ২০২২ ০৩:৪০

রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের উদ্যোগে রাজশাহী বেনেতী ব্যবসায়ী সমিতি এবং রাজশাহী বেকারী ও কনফেকশনারী মালিক সমিতির সদস্যবৃন্দরা বৃহস্পতিবার সকাল ১১টায় সকাল ১১টায় দ্রব্যমূল্য নির্ধারণ ও মজুদের পরিমান সংক্রান্ত জটিলতা নিরসন এবং অপরিকল্পিত ও সমন্বয়হীন অভিযান বন্ধের দাবীতে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী শেষে স্মারক লিপি প্রদান করা হয়।

অবস্থান কর্মসূচী চলা কালে রাজশাহী বেনেতী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী বলেন, ঢাকা চিটাগাং থেকে পণ্য কিনলে তারা মেমো দেয় না। কিন্তু রাজশাহীতে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ অভিযানে আসলে মেমো দেখতে চান। আমরা মেমো দেখাতে পারি না ফলে জরিমানার শিকার হতে হয় এবং ১০০ টাকায় কেনা পন্য ৯০ টাকায় আমাদেরকে বিক্রি করতে বাধ্য করে যা বিরীমত অন্যায়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ব্যবসায়ী প্রতিনিধি সহ সংশ্লিষ্ট প্রশাসনিক অন্যান্য দপ্তরের সাথে সমন্বয় করে অভিযান করার সিদ্ধান্ত থাকলেও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর তা মানছেন না। তাই আজকের অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি প্রদানের মাধ্যমে আমরা উল্লেখিত সমস্যাগুলোর সমাধান চাচ্ছি। সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে পণ্যের মুল্য নির্ধারণ এবং মজুদের পরিমান নির্ধারনের আবেদন জানাচ্ছি। অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, রাজশাহী বেনেতী ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আলী আহাম্মেদ, মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক শামসুজ্জামান মিঠু, বেকারী মালিক সমিতির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আবু বাক্কার আলী, কোষাধ্যক্ষ আফসার আলী প্রমুখ।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]