03/16/2025 লাশ হয়ে ফিরলো নিখোঁজ ভাই-বোন
রাজটাইমস ডেস্ক
৩ অক্টোবর ২০২০ ১৫:৩৪
রাজশাহীতে পদ্মানদীতে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া ভাই-বোনের লাশ উদ্ধার হয়েছে।
শনিবার (০৩ অক্টোবর) পবা উপজেলার নবগঙ্গা এলাকায় পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুপাতো ভাই রিমনের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা নদীতে ভাসমান দুটি লাশ দেখতে পায়। নিহত সূচনার মামা মামুন ও রিমনের চাচা রেজাউল হক খবর পেয়ে এসে লাশ দুটি শনাক্ত করে।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করা হয় বলে জানান রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাকির হোসেন। তিনি জানান, নিখোঁজ দুই শিক্ষার্থীর গলিত মরদেহ ঘটনাস্থলেই ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর পদ্মায় ঘুরতে গিয়ে নৌকাডুবি হওয়ায় নিখোঁজ হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুফাত ভাই রিমন।
এই ঘটনায় মাঝিসহ ১৩ যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। পরে অন্য নৌকা গিয়ে মাঝিসহ ১১ জনকে উদ্ধার করে।