11653

04/20/2025 রংপুরের কথা বলে নামানো হচ্ছে গাইবান্ধায়

রংপুরের কথা বলে নামানো হচ্ছে গাইবান্ধায়

রাজটাইমস ডেস্ক

২৯ অক্টোবর ২০২২ ০১:২৫

বগুড়া থেকে রংপুরে যাত্রীবাহী বাস চলাচলের কথা বলে সাধারণ যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অনেকেই যাত্রীদের কাছ থেকেবেশি ভাড়া নিচ্ছেন। কিন্তু শেষ অব্দি গন্তব্যস্থলে আসছে না বাস। ফলে প্রতারিত হচ্ছেন যাত্রীরা।

বগুড়া চারমাথা কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে যাত্রীদের সাথে বাসের সহকারীরা প্রতারণা করছেন।

শুক্রবার সকালে রাজশাহীর একটি বাস চারমাথা দাঁড়ায়। এসময় বাস থেকে নামেন আবদুল্লাহ আল ফারুক নামের এক যাত্রী। তিনি রাজশাহী থেকে রংপুরগামী একটি বাসে উঠেছিলেন সকালে। কিন্তু বগুড়ার চারমাথা আসার পর তাকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। ওই বাসের হেলাপার বিজয় মাহমুদ জানান, 'রংপুরে পরিবহন ধর্মঘট। এই কারণে বাস আর যাবে না। আমাদের নেতারা ওই লাইনে বাস চালাতে নিষেধ করেছেন।'

চারমাথায় ভোগান্তিতে পড়া অনেক যাত্রীকে ডেকে রংপুর নেওয়ার কথা বলে বাসে তুলছিলেন সুপারভাইজার লিটন মিয়া। যাত্রীদের কাছে লিটন রংপুরে যাওয়ার জন্য ২৫০ টাকা চান। আলিফ নামের এক যাত্রী রাজি হয়ে বাসে ওঠেন। কিন্তু বাসে ওঠার পর তার কাছে ৩০০ টাকা ভাড়া চাওয়া হয়। এরপর তিনি নেমে পড়েন বাস থেকে।

এভাবে বাস-শ্রমিকদের হয়রানির শিকার হয়েছেন শিক্ষার্থী মমিনুল ইসলাম। জানান, 'আমি নিয়মিত বগুড়া থেকে রংপুর যাতায়াত করি। এ পথের ভাড়া ১৭০ টাকা। কিন্তু আজ সুযোগ বুঝে ২৫০ টাকা চাচ্ছে।'

তবে বগুড়া থেকে কোনো বাস রংপুরে আসছে না। কারণ বগুড়ার পরিবহন নেতারা রংপুরের পথে বাস যোগাযোগ বন্ধের ঘোষণা দিয়েছেন সকালেই।

বগুড়ার চারমাথা থেকে যাত্রী বাসে উঠানো হলেও কোনো যাত্রীকে তারা রংপুর নিয়ে আসতে পারছেন না।

বগুড়া থেকে রংপুরগামী বাসে চড়ে প্রতারণার শিকার হয়েছেন আমিনুল ইসলাম নামের এক যাত্রী। ব্যক্তিগত কাজে তিনি বগুড়া থেকে রংপুরে আসছিলেন। তাকে রংপুরে নিয়ে আসার কথা বলে বাসে তোলা হয়। কিন্তু বগুড়ার শেষ সীমানায় আর গাইবান্ধার শুরু গোবিন্দগঞ্জে নিয়ে এসে নামিয়ে দেওয়া হয়। এরপর তিনি বিভিন্নভাবে ছোট ছোট যানবাহনে রংপুরের মডার্ন মোড়ে এসেছেন। এতে শুধু ভোগান্তিই না, তাকে অতিরিক্ত ৩০০ টাকা খরচ করতে হয়েছে।

আমিনুল বলেন, 'ওই বাসে শুধু আমাকে নয়, রংপুর নিয়ে আসার কথা বলে অন্তত ২০ জন যাত্রী তুলেছিলেন। তারা মোকামতলা এসে সবার সাথেই প্রতারণা করেছেন।'

বগুড়ার কেন্দ্রীয় বাস টার্মিনালে বেশিরভাগ গাড়ি বন্ধ করে রাখা হয়েছে। অন্য সব রুটে বাস চলাচল করছে। রংপুরের আট বিভাগের মোট ১০টি রুটে শুধুমাত্র বগুড়া থেকে বাস যাতায়াত বন্ধ হয়েছে। তবে ট্রাক চলাচল স্বাভাবিক আছে। টার্মিনালের চারমাথায় বেশ কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা দাঁড়িয়ে আছে। এগুলোর কোনোটি মহাস্থান যাচ্ছে। কোনোটি মোকামতলায়।

বগুড়ার পরিবহন নেতা আমিনুল ইসলাম বলেন, 'গাইবান্ধার গোবিন্দগঞ্জ পর্যন্ত বগুড়ার বাস যেতে পারবে। শুধু রংপুর বিভাগে আমরা বাস চলাচল বন্ধ রেখেছি। বগুড়ার পরিবহনের সাথে যুক্ত কেউ প্রতারণা করার কথা নয়। এমন বিষয় জানতে পারলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ।

সূত্র: টিবিএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]