11661

04/23/2025 বাঘায় ৪০০ বোতল ফেন্সিডিলসহ এক জন আটক

বাঘায় ৪০০ বোতল ফেন্সিডিলসহ এক জন আটক

রাজ টাইমস ডেস্ক :

২৯ অক্টোবর ২০২২ ০৫:৪১

রাজশাহীর বাঘায় ৪০০ বোতল ফেন্সিডিলসহ নবাব আলী (৪৫) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার আলাইপুর মন্ডলপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। নবাব আলী উপজেলার আলাইপুর গ্রামের খলিল মন্ডলের ছেলে।

এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নবাব আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় তার বাড়ির শয়ন কক্ষের ঘাটের নিচে থেকে দুটি বস্তার মধ্যে রাখা ৪০০ বোতল ফেন্সিডিল, ১৫ হাজার ৯০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তার নামে মাদক দ্রব্য আইনে একটি মামলা রজু করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]