05/06/2025 একনজরে আজকের বাংলাদেশ
রাজটাইমস ডেস্ক
৩০ অক্টোবর ২০২২ ০০:০০
১. দেশের ৩২১টি প্রকল্পে সূক্ষ্ম প্রতারণা
দেশের উন্নয়ন প্রকল্পগুলোতে চলছে দীর্ঘসূত্রিতা। নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ করতে না পারায় বাড়ছে নানা খরচও। ২০২১-২২ অর্থবছরে ব্যয় ছাড়া মেয়াদ বৃদ্ধি সরকারের উন্নয়ন প্রকল্পে ব্যয় বৃদ্ধি ছাড়াই মেয়াদ বাড়ানোর নামে চলছে এক ধরনের সূক্ষ্ম প্রতারণা। খবর যুগান্তরের।
২. রংপুর এখন মিছিলের নগরী
মিছিলে মিছিলে প্রকম্পিত হচ্ছে রংপুর মহানগরী। একের পর এক মিছিল প্রবেশ করছে বিএনপির মহাসমাবেশে। খবর যুগান্তর।
৩. ৩০ বিলিয়ন ডলারের সৌদি বিনিয়োগের তেমন অগ্রগতি নেই
বিদেশী বিনিয়োগের জন্য বাংলাদেশ আগ্রহ প্রকাশ করলেও গত ছয়-সাত বছরে সৌদি আরবের অনেক প্রতিষ্ঠান দেশের বিভিন্ন খাতে প্রায় ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিলেও তা বাস্তবে কখনো আলোর মুখ দেখেনি। খবর টিবিএসের।
৪. লোডশেডিংয়ে ব্যাহত স্বাস্থ্যসেবা
দেশের দ্বীপ উপজেলা নোয়াখালীর হাতিয়া। মেঘনার মোহনায় বঙ্গোপসাগরের জলসীমায় অবস্থান নোয়াখালীর এই উপজেলা মূল ভূখণ্ড থেকে প্রায় ২০ কিলোমিটারের নৌপথ। নানা কারণে চিকিৎসা সেবা ব্যাহত এই উপজেলায়। খবর বণিক বার্তার।
৫. গ্যাস-তেল না পেলে এপ্রিলে হবে বিদ্যুতে রেকর্ড ঘাটতি!
লোডশেডিং নিয়ে সরকারের পক্ষ থেকে আশার আলো দেখানো হলেও পরিস্থিতি অবনতি হচ্ছে দিনের পর দিন। খবর শেয়ার বিজের।
৬. বিএনপির বিভাগীয় সমাবেশ: কানায় কানায় পরিপূর্ণ
ধর্মঘট উপেক্ষা করে সফল হচ্ছে রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ। বেলা ১২টায় পবিত্র কোনআন তিলাওয়াতের মধ্যদিয়ে সমাবেশ শুরু হয়। খবর মানবজমিন।