1169

03/16/2025 সিলেটে আবারো ধর্ষণ: অভিযুক্ত ছাত্রলীগ কর্মী

সিলেটে আবারো ধর্ষণ: অভিযুক্ত ছাত্রলীগ কর্মী

রাজটাইমস ডেস্ক

৩ অক্টোবর ২০২০ ১৯:৪১

সিলেটে এমসি কলেজে চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনার রেশ না কাটতেই ঘটে গেল আরো একটি ধর্ষণের ঘটনা। এবার এক ছাত্রলীগ কর্মীর হাতে ধর্ষণের শিকার হয়েছেন এক স্কুলছাত্রী।

ধর্ষণের শিকার ছাত্রী নগরীর খাসদবিরের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়াশুনা করে। তার বাড়ি সিলেট সদর উপজেলার ছালিয়ায়। শুক্রবার (০২ অক্টোবর) রাতে তাকে ওসমানী হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর নগরীর দাঁড়িয়াপাড়ায় ঘটা এই ঘটনায় ছাত্রলীগকর্মী রাকিব হোসেন নিজুকে অভিযুক্ত করে শুক্রবার রাতে ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

অভিযুক্ত রাকিব সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জ্যোর্তিময় সরকার। তিনি বলেন, অভিযুক্ত রাকিব পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে তৎপরতা চলছে।

মামলাসূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ছাত্রীর সাথে ছাত্রলীগকর্মী রাকিবের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর তাকে বেড়াতে নিয়ে নগরীর দাঁড়িয়াপাড়ার এক বাসার ছাদে নিয়ে ধর্ষণ করে রাকিব হোসেন নিজু। খবর-বাংলাদেশ প্রতিদিন।

  • এসএইচ

 

 

 

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]