04/23/2025 রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু
ডেস্ক নিউজ
৩১ অক্টোবর ২০২২ ১০:৩৩
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ডেঙ্গু রোগী মারা গেছেন। তার নাম আমেনা বিবি (৮০)। নাটোরের লালপুরে তার বাড়ি। শনিবার রাতে তিনি মারা যান।
হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, একদিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন আমেনা। তিনি ডেঙ্গু পজিটিভ ছিলেন। শারীরিক অবস্থা ভালো না থাকায় তাকে বাঁচানো যায়নি। এ নিয়ে চলতি বছর হাসপাতালে দুজন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।
পরিচালক আরও জানান, গত ১৪ সেপ্টেম্বর থেকে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হতে শুরু করেন। এ পর্যন্ত ভর্তি হয়েছেন ৩৩১ জন। এদের মধ্যে ২৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনো চিকিৎসাধীন আছেন ৪৭ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন। ছাড়পত্রও পেয়েছেন ১০ জন। চিকিৎসাধীন মোট ৪৭ রোগীর মধ্যে ১৪ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক।