1172

09/21/2024 তানোরে গীর্জায় ধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

তানোরে গীর্জায় ধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

রাজটাইমস ডেস্ক

৩ অক্টোবর ২০২০ ২২:৪৭

রাজশাহীর তানোর উপজেলায়  গীর্জায় কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফাদার ও সহায়তাকারী মুল হোতা মুন্ডুমালা সরকারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মার্ডীর বিচার চেয়ে উপজেলায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৩ অক্টোবর) মাহলে স্টুডেন্ট কাউন্সিলের উদ্যোগে উপজেলার মুন্ডুমালা বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযুক্ত ফাদার প্রদীপ গ্রেগরী ও তাকে সহায়তাকারী কামেল মার্ডীকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহবান জানান।

বক্তারা তাদের দাবি মানা না হলে আগামী ০৪ ও ০৫ অক্টোবর পুনরায় আন্দোলনে নামার হুমকি দেন।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন মাহলে স্টুডেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক সৌমিত্র ডুমরি, সাসু রাজশাহী মহানগর সহ-সভাপতি সুবল কিস্কু , সান্তাল ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদিপ মার্র্ডী, বিপ্লবী ছাত্র মৈত্রী সাংগঠনিক সম্পাদক দিলিপ মার্ডী প্রমুখ

প্রসঙ্গত, উপজেলার মুন্ডুমালা গীর্জায় আদিবাসী কিশোরীকে ৩ দিন আটকে রেখে ধর্ষণ করে ফাদার প্রদীপ গ্রেগরি। এ ঘটনায় মামলার পর তাকে গ্রেফতার করে র‌্যাব।

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]