04/23/2025 দি পালস্ ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর ২০২২ ০৬:৩৫
রাজশাহীতে দি পালস্ ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে নগরীরর লক্ষীপুর মোড় এলাকায় নিজস্ব ভবনে দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক মুখলেসুর রহমান শাহ্ ।
এ সময় তিনি সেবায় এমন প্রতিষ্ঠানের যাত্রা কে স্বাগত জানান ও সাধারন মানুষকে সুন্দরভাবে চিকিৎসা প্রদানের আহ্বান জানান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দি পালস্ ডায়াগনস্টিক সেন্টারেরে পরিচালক মো: রেদাউনুর রহমান।
সেন্টারের পরিচালক মো: ইসমাইল হোসন জানান, সাধারন মানুষের চিকিৎসাসেবার কথা ভেবে উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস। সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন উন্নত চিকিৎসা ব্যবস্থা সুনিশ্চিত করতে পারি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডায়াগনস্টিক সেন্টার এর সকল সহযোগী পার্টনার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ।