11745

03/15/2025 ১১ ডিসেম্বর থেকে রাষ্ট্র কে চালাবে জানতে চান মুক্তিযুদ্ধমন্ত্রী

১১ ডিসেম্বর থেকে রাষ্ট্র কে চালাবে জানতে চান মুক্তিযুদ্ধমন্ত্রী

রাজটাইমস ডেস্ক

১ নভেম্বর ২০২২ ১৭:২৪

আগামী ১১ ডিসেম্বর থেকে রাষ্ট্র কে চালাবে; তা জানতে চান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সম্প্রতি এক জনসমাবেশে বিএনপি নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, ‘আগামী ১০ ডিসেম্বরের পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের কথায় দেশ চলবে। আর কারও কথায় নয়।’ এমন মন্তব্যের জবাবে সোমবার গাজীপুর মহানগর যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় মুক্তিযুদ্ধমন্ত্রী এ প্রশ্ন করেন বিএনপিকে উদ্দেশ্য করে।

মোজাম্মেল হক বলেন, আগামী ১০ ডিসেম্বরের পর বিএনপিকে লালকার্ড দেখনো হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১০ ডিসেম্বরের পর আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না। আমরা জানতে চাই কারা সরকার গঠন করবে। ১১ ডিসেম্বর থেকে এই রাষ্ট্র কে চালাবে পরিস্কার করেন? আওয়ামী লীগ চালাবে না ভালো কথা, তাহলে কে চালাবে? আপনারা বিএনপি চালাবেন? আপনারা কি ভোটে পাস করেছেন? সংবিধানের কোন নিয়মানুসারে আপনারা ক্ষমতায় আসবেন?

এ সময় ১০ ডিসেম্বরের পরে বিএনপি তৃতীয় কোনো শক্তিকে ক্ষমতায় দেখতে চায় কিনা সেটিও পরিস্কার করতে বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সম্মেলনে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ারা সরকার। বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, যুব ও মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য জাকিয়া পারভীন, যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]