04/20/2025 স্মরণকালের বৃহৎ সমাবেশ করতে চায় বরিশাল বিএনপি
রাজটাইমস ডেস্ক
১ নভেম্বর ২০২২ ১৭:৫৫
তরুণ বিএনপি নেতাদের সঙ্গে মাঠে নেমে পড়েছেন মজিবর রহমান সরোয়ারসহ সিনিয়র বিএনপি নেতারা। পদ-পদবির দ্বন্দ্ব ভুলে ৫ই নভেম্বরের বিভাগীয় সমাবেশ সফল করতে যে যার অবস্থান থেকে কাজ করে যাচ্ছেন। শত বাধা বিপত্তির পরও বিএনপি নেতৃবৃন্দ আশা করছেন সমাবেশে লক্ষাধিক মানুষ অংশ নেবে। এদিকে, গতকাল বিকালে সমাবেশের জন্য আবেদন করা বেল্স পার্ককে ব্যবহারের অনুমতি দিয়েছে প্রশাসন। বরিশালে ডেকোরেশন বা মাইক না পেয়ে সমাবেশের জন্য ঢাকা থেকে এগুলো আনা হচ্ছে বলে জানা গেছে।
মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জানান, তারা ৫ই নভেম্বরের বিভাগীয় সমাবেশের জন্য বরিশাল বেল্স পার্ক ময়দানের অনুমতি চেয়ে ২৩শে অক্টোবর আবেদন করেছেন। গতকাল বিকালে তাদের অনুমতি দেয়া হয়েছে। বিএনপি’র এক নেতা জানান, সমাবেশের জন্য তারা মাইক বা ডেকোরেশন পাচ্ছেন না। অজ্ঞাত কারণ দেখিয়ে মাইক বা মাঠ সজ্জার প্রয়োজনীয় সরঞ্জামাদি ভাড়া দিতে পারছেন না ডেকোরেশন মালিকরা। এরপরও বরিশালে স্মরণকালের সর্বাধিক জনসমাগম আশা করছেন তারা।
গতকাল বরিশাল আদালতে একটি মামলায় হাজিরা দিতে যান বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। হাজিরার পরপরই তিনি লিফলেট হাতে নিয়ে সমাবেশের দাওয়াত দিতে নেমে পড়েন।
রোববারও তিনি নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছেন। মজিবর রহমান সরোয়ারের সঙ্গে বর্তমান আহ্বায়ক কমিটির দূরত্ব রয়েছে এটি কেন্দ্রও ওয়াকিবহাল। গত মাসে কোনো কেন্দ্রীয় সভায়ও তাকে বা তার অনুসারীদের দেখা যায়নি। কিন্তু বিভাগীয় সমাবেশ সফল করতে নগরীর বিভিন্ন প্রান্তে তাকে ছুটতে দেখা যাচ্ছে। এ নিয়ে সাধারণ নেতাকর্মীরাও উৎফুল্ল। মজিবর রহমান সরোয়ার জানান, ৫ই নভেম্বর বরিশাল বিএনপি’র নেতাকর্মীদের জন্য টার্নিং পয়েন্ট।
এ সমাবেশে লক্ষাধিক মানুষ অংশ নেবে বলে তিনি আশা করেন। পরিবহন ধর্মঘটকে কর্মীরা কোনো বাধাই মনে করছেন না। মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জান ফারুক জানান, ৫ই নভেম্বরের সমাবেশে ৫ লক্ষাধিক মানুষ অংশ নেবে বলে তিনি মনে করছেন। বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষ অতিষ্ঠ। বিএনপি’র আহ্বানে এসব মানুষ এখন ঘর থেকে বের হতে শুরু করেছে। কোনো বাধাই এদের রুখতে পারবে না বলে তিনি মনে করেন। মহানগর বিএনপি’র সদস্য সচিব জাহিদুল কবির জানান, গতকাল বিকালে তাদের বেল্স পার্ক (বঙ্গবন্ধু উদ্যান) ময়দান ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। তবে ডেকোরশেন বা মাইক বরিশালে না পেলেও সমস্যা নেই। এসব ঢাকা থেকে আনা হবে বলে তিনি জানান।