1175

03/17/2025 ন্যাশনাল ট্রাভেলসের নৈশকোচে ডাকাতি

ন্যাশনাল ট্রাভেলসের নৈশকোচে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক

৪ অক্টোবর ২০২০ ০০:২৩

ঢাকা-রাজশাহীগামী যাত্রীবাহী ন্যাশনাল ট্রাভেলসের একটি নৈশকোচে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা নগদ টাকা, মোবাইল ফোন লুটে নেয়। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

রাজশাহী বোয়ালিয়া থানা পুলিশ রাতেই ৯৯৯ থেকে ফোন পেয়ে রাজশাহী নগরীর শিরোইল বাসস্ট্যান্ডে রাত সোয়া দুইটার দিকে বাসটি থামলে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসার সিরাজগঞ্জের কাচিকাটা এলাকা থেকে ৭ জন যাত্রী রাজশাহীর উদ্দেশ্যে ওঠে ওই বাসে। পরে তারা অস্ত্রের মুখে বাসটি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে বাসটিকে নাটোরের বনপাড়া নিয়ে এসে পাবনার ঈশ্বরদীর সড়কের দিকে নিয়ে গিয়ে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন লুটে নেয়।

এরপর বিভিন্ন স্থানে যাত্রীবাসী ওই ডাকাত দলের সদস্যরা নেমে যায়। বাসে মোট ২১ জন যাত্রী ছিলেন। তাদের সবার টাকা, মোবাইল লুট করে নেই সাত সদস্যের ডাকাত দল। পরে তারা বিভিন্ন স্থানে নেমে গেছে। সর্বশেষ রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরেও কোচটি থেকে ডাকাত সদস্যরা নেমে যায়।

আন্দালীব

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]