11753

05/06/2025 অবসরে পাঠানো হল আরো দুই পুলিশ কর্মকর্তাকে

অবসরে পাঠানো হল আরো দুই পুলিশ কর্মকর্তাকে

রাজটাইমস ডেস্ক

১ নভেম্বর ২০২২ ১৯:৩৬

প্রশাসনে শুদ্ধিকরণ অভিযানে অবসরে পাঠানো হল দুইজন পুলিশের কর্মকর্তাকে। অতিরিক্ত ডিআইজি পদ মর্যাদার দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। খবর বণিক বার্তার।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। এর আগে চলতি মাসে পুলিশ সুপারের (এসপি) পদ মর্যাদার তিন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়।

বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তা হলেন- ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব হাকিম এবং সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের দুই কর্মকর্তাকে চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেয়া হলো।

এর আগে গত ১৬ অক্টোবর তথ্য সচিব মকবুল হোসেনকে বাধ্যতামূলক সরকারি চাকরি থেকে অবসরে পাঠায় সরকার। এর দুইদিন পরেই (১৮ অক্টোবর) তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তারা হলেন- সিআইডির পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী, পুলিশ সদর দফতরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন মিয়া এবং শহিদুল্লাহ চৌধুরী।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]