11759

05/06/2025 রাজশাহী মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষ সভা

রাজশাহী মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষ সভা

রাজটাইমস ডেস্ক

২ নভেম্বর ২০২২ ০১:৪৯

সংগঠনের শক্তি সংহত করি; সংগঠকের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক মূল্যবোধ ও পেশার দারী দক্ষতা জোরদার করি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে সোমবার (৩১ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় বরেন্দ্র কলেজে সাংগঠনিক পক্ষ ২২ (১৭-৩১ অক্টোবর) সমাপনী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কল্পনা রায়। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সহ সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ।

আরও বক্তব্য রাখেন, কার্যকরী কমিটির সদস্য মজিদা আক্তার বিথী, মালিহা জামান মালা, সাবেক পবা উপজেলার ভাইস চেয়ারম্যান ও নব গঙ্গা গ্রাম কমিটির সাধারণ সম্পাদক সুফিয়া হাসান, সাংবাদিক সুলতান শারমিন প্রমুখ। এই সভায় সংগঠনের শপথ পাঠ করা হয়।

সভায় বক্তারা বলেন, সংগঠনের স্বেচ্ছাসেবার অঙ্গীকারের পাশাপাশি ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের ভিত্তিতে সংগঠনের আদর্শকে সমুন্নত রাখা, তৃণমূলসহ সকল পর্যায়ে তরুণ নেতৃত্বকে সংগঠনে সম্পৃক্ত করতে বিশেষ উদ্যোগ নিতে হবে।

নারী সমাজ তথা নারী আন্দোলনকে আরও সচেতন হতে হবে। সমাজকে এই দৃষ্টিভঙ্গি নিরসনে যুক্ত করার আন্দোলন গড়ে তুলতে হবে এবং পাশাপাশি সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাতে হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাংগঠনিক সম্পাদিকা আলিমা খাতুন। সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন, প্রশিক্ষণ সম্পাদক সেলিনা বানু, সদস্য দ্বীপ মান্নান সদস্য, লাভলি খানম ও মজিদা আক্তার বিথী।

গান পরিবেশন করেন, সহ সভাপতি শাহনাজ বেগম ও সদস্য দ্বীপ মান্নান। সভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন পেশার নারী প্রায় ৬০ জন।

এনএ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com