11763

04/20/2025 ধর্মীয় উস্কানী মামলায় দু’ যুবকের ১৫ বছরের কারাদণ্ড

ধর্মীয় উস্কানী মামলায় দু’ যুবকের ১৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

২ নভেম্বর ২০২২ ০২:৪৬

রাজশাহীতে পরিচয় গোপন রেখে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে দাঙ্গা সৃষ্টির অভিযোগে দুই যুবককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনটি ধারায় ৫ বছর করে ১৫ বছর কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও উভয়কেই ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। 

মঙ্গলবার দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন। কারাদণ্ড প্রাপ্তরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার গিয়াস উদ্দিনের ছেলে ওয়াসিম আল রাজী ও অলোকছত্র এলাকার নওশের আলীর ছেলে নাসিম আলী।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের আগস্ট মাসের এক তারিখে নিজেদের নাম পরিচয় গোপন রেখে ভুয়া একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে ওয়াসিম আল রাজী ও নাসিম আলী ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেয়। পোস্টটি মুলত দুইটি ধর্মের মানুষদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার জন্য ছিল। এর পর ওই সময় তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পরে মামলার চার্জশিট দাখিল করা হলে আদালতে বিচার কার্যক্রম শুরু হয়। বিচার শেষে আদালতের বিচারক দাঙ্গা সৃষ্টির অভিযোগে দুই যুবককে ১৫ বছরের কারাদণ্ডের রায় ঘোষনা করেন।  

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]