04/20/2025 রাজশাহী সীমান্তে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর ২০২২ ০২:৫৬
বর্ডার গার্ড বাংলাদেশ রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি) গোদাগাড়ীর নিমতলা এলাকায় অভিযান চালিয়ে ১০২ দশমিক ৭২ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ করে। মূর্তির আনুমানিক মূল্য এক কোটি দুই লাখ বাহাত্তর হাজার টাকা।
গত ৩১ অক্টোবর ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ রাজশাহী ব্যাটালিয়ন টহল দল কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে। এসময় চোরাকারবারীরা মুর্তিটি ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।