11781

03/15/2025 অক্টোবরে রেমিট্যান্স প্রবাহ কমেছে সাত দশমিক নয়

অক্টোবরে রেমিট্যান্স প্রবাহ কমেছে সাত দশমিক নয়

রাজটাইমস ডেস্ক

২ নভেম্বর ২০২২ ১৯:১৭

অক্টোবরে কমেছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। এই মাসে প্রায় ৭.৯% কমে ১.৫২ বিলিয়ন ডলার হয়েছে, আগের অর্থবছরের একই মাসে যা ছিল ১.৬৪ বিলিয়ন ডলার। খবর টিবিএসের।

আজ মঙ্গলবার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।

চলতি অর্থবছরের প্রথম দুই মাস জুলাই এবং আগস্টে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছিল গড়ে ২ বিলিয়ন করে।

এরপরে গত সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) রেমিট্যান্স ও রপ্তানিতে আলাদা দর নির্ধারণ করার পর সেপ্টেম্বরে রেমিট্যান্সে ধাক্কা আসে।

সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ১.৫৩ বিলিয়ন ডলার।

খবরের লিঙ্ক

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]