04/23/2025 নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
রাজটাইমস ডেস্ক:
৩ নভেম্বর ২০২২ ০১:২৭
রাজশাহীতে মোটরসাইকেল ধাক্কায় নুরুউদ্দিন (৬৩) নামে এক পথচারী নিহত হয়েছেন।মঙ্গলবার (০১ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নগরীর বোয়ালিয়া মডেল থানায় ওসি মাজহারুল ইসলাম জানান, রাতে তালাইমারী শহীদ মিনার এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলেন নুরুদ্দিন। এ সময় তালাইমারীগামী এক মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়।
এতে সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন ওই নুরুদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেন। এসময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর মোটরসাইকেলটি ফেলে পালিয়ে গেছেন আরোহী। সেটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ নিয়ে পুলিশ আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এনএ