118

03/14/2025 করোনা: রাজশাহীতে সাংবাদিকসহ একদিনে আক্রান্ত ২৫

করোনা: রাজশাহীতে সাংবাদিকসহ একদিনে আক্রান্ত ২৫

নিজস্ব প্রতিবেদক:

২১ জুন ২০২০ ০৮:০৪

রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবে ও হাসপাতাল ল্যাবে আজ শনিবার নমুনা পরীক্ষা শেষে সাংবাদিকসহ মোট ৩৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহীরই হলো ২৫ জন। বাকি দশজনের মধ্যে নাটোরের আটজন এবং পাবনার দুইজন। এ নিয়ে আজ পর্যন্ত রাজশাহীতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪৭ জনে।

হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তাদের ল্যাবে শনিবার ৯৩টি নমুনার রিপোর্ট হয়েছে। এতে ১৭ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ১৩ জনই আছেন রাজশাহী নগরীতে।

হাসপাতালের ল্যাবে শনাক্ত অন্য ১৪ জন হলেন- রাজশাহী নগরীর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইসমত আরা (৩৯), এসএম ইয়ামেন (৯), আরিফুল আমিন (৪২), মেহেদী হাসান (২৩), রাজশাহী সিটি করপোরেশনের ইফতেখার (৩৮), রামেক হাসপাতালে চিকিৎসাধীন পবার বাসিন্দা আহসান (৪৫), রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন আহসান (৪৫), শাফিউল (৩৭), রুবেল (৩০), আসমা (৩২), রামেক হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডের নুরি (৩২), ৩১ নম্বর ওয়ার্ডের আলমগীর (৪০), পবার শাকিল (২৩), দুরুল (৫২) এবং রাকিব (২০)।

এদিকে রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানান, শনিবার (২০ জুন) তাদের ল্যাবে ১৮টি নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীর বাসিন্দা ৮ জন। বাকিরা পাবনা ও নাটোরের বাসিন্দা। তাদের ল্যাবে ১২৫টি নমুনার রিপোর্ট হয়েছে।

রামেকের ল্যাবে শনাক্ত ১৮ জনের মধ্যে পাঁচজন রাজশাহী মহানগরীর বাসিন্দা। একজনের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। দুইজন জেলার বাগমারা উপজেলার বাসিন্দা। অন্য ১০ জনের মধ্যে ৮ জনের বাড়ি নাটোর এবং ২ জনের পাবনা। এদের করোনা পজিটিভ থাকার বিষয়টি সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনকে জানানো হয়েছে।

রাজশাহীতে এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩৭ জন। আক্রান্ত সাংবাদিক ছয়জন। নতুন আটজন শনাক্ত হওয়ায় নাটোরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩৫ জন। আর পাবনায় এ পর্যন্ত শনাক্ত হলেন ২৭০ জন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]