11800

04/23/2025 রাজশাহীতে মাসব্যাপী কর তথ্যসেবা কেন্দ্র চালু

রাজশাহীতে মাসব্যাপী কর তথ্যসেবা কেন্দ্র চালু

রাজটাইমস ডেস্ক

৩ নভেম্বর ২০২২ ০৯:০২

করদাতাদের সুবিধার্থে রাজশাহী করাঞ্চল সার্কেল কার্যালয়ে মাসব্যাপী কর তথ্যসেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার কর তথ্যসেবা কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজশাহীর কর কমিশনার মো. নুরুজ্জামান খান। এই কর তথ্যসেবা কেন্দ্র থেকে করদাতারা আয়কর বিবরণী তৈরিসহ রিটার্ন জমা দেওয়া সংক্রান্ত সব তথ্যসেবা পাবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোনো জরিমানা ছাড়া আগামী ৩০ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এই সেবাকেন্দ্রে পুরনো করদাতাদারা রিটার্ন দাখিল, ফরম পূরণ ও নতুন করদাতারা আয়কর ফাইল খোলার বিষয়ে সব ধরনের তথ্য পাবেন।

কেউ তাৎক্ষণিকভাবে রিটার্ন জমা করতে চাইলে সে ব্যবস্থাও রয়েছে সেবাকেন্দ্রে। তবে রিটার্ন জমাকারীদের জন্য সেবাকেন্দ্রের ভেতরে পৃথক বুথ খোলা হয়েছে। এ ছাড়া ই-রিটার্ন জমাদানে আগ্রহীদের জন্যও রয়েছে পৃথক আরেকটি বুথ। এই তথ্যসেবা কেন্দ্র এক মাস চালু থাকবে।

রাজশাহীর কর কর্মকর্তারা জানিয়েছেন, প্রতি বছর কর আদায়ে ও রিটার্ন জমাদানে করমেলার আয়োজন করা হতো। কিন্তু গত দুই করবর্ষে করোনার প্রাদুর্ভাব থাকায় এখন মেলার বদলে কর তথ্যসেবা কেন্দ্র চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহী কর আপিল অঞ্চলের কর কমিশনার মো. শামীমুর রহমান, অতিরিক্ত কর কমিশনার মুন্সী হারুনুর রশিদ, অতিরিক্ত কর কমিশনার ফরিদ আহমেদ, অতিরিক্ত কর কমিশনার এসএম সোহেল রহমান, অতিরিক্ত কর কমিশনার মোহা. মাহবুবুর রহমান, যুগ্ম অতিরিক্ত কর কমিশনার মেহেদী হাসান, রাজশাহী অঞ্চলের উপ কর-কমিশনার (প্রশাসন) মুহা. রাশেদুল হাসান, বাংলাদেশ বিটিএলএ সহসভাপতি মো. ফজলে করিম, রাজশাহী কর আইনজীবী সমিতির সভাপতি মোজাহারুল হক বকুল ও সাধারণ সম্পাদক মো. ফজলে তাহের উপস্থিত ছিলেন।

#এমএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]