11815

05/06/2025 মোশকাত-জিয়ার নির্দেশেই ৩ নভেম্বরের হত্যাকাণ্ড: প্রধানমন্ত্রী

মোশকাত-জিয়ার নির্দেশেই ৩ নভেম্বরের হত্যাকাণ্ড: প্রধানমন্ত্রী

রাজটাইমস ডেস্ক: 

৪ নভেম্বর ২০২২ ০৩:২৭

খন্দকার মোশকাত ও জিয়াউর রহমানের নির্দেশ ও পরিকল্পনাতেই ৩ নভেম্বরের জেল হত্যাকাণ্ড হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন।

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ৮০ দিনের মাথায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলখানায় বন্দি থাকাকালীন হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। গুলি করে ও বেয়নেট বিদ্ধ করে হত্যা করা হয় বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ও দেশের সাবেক প্রধানমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানকে। 

আরোও পড়ুন, রাবিতে-জাতীয়-জেল-হত্যা-দিবস-পালিত

২৯ বছর পর এই হত্যাকাণ্ডের বিচারকাজ শুরু হয়। ২০০৪ সালের ২০ অক্টোবর তিনজন পলাতক সাবেক সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড ও ১২ জন সেনা কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের কয়েকজন এখনো পলাতক আছেন।

৪৭ বছর আগের বর্বরোচিত ওই হত্যাকাণ্ড উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, খন্দকার মোশতাক ও জিয়াউর রহমানের নির্দেশেই জেল হত্যাকাণ্ড হয়েছিল।

অনুষ্ঠানে অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমানের হাতে তৈরি দল বিএনপিও অবৈধ বলে মন্তব্য করেন সরকারপ্রধান। শেখ হাসিনা বলেন, যে অবৈধভাবে ক্ষমতা দখল করে সে কীভাবে গণতন্ত্রের প্রবর্তক হয়।

জিয়াউর রহমান স্বাধীনতাবিরোধীদের রাজনীতির সুযোগ করে দিয়েছিলেন মন্তব্য করে সরকারপ্রধান বলেন, বিএনপি শুধু দেশকে ধ্বংস করেনি, দলটি দেশের রাজনীতিও ধ্বংস করেছে।

আলোচনা অনুষ্ঠানে বেশি বাড়াবাড়ি করলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফের জেলে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান বঙ্গবন্ধুকন্যা।

এনএ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]