03/15/2025 জেরুসালেমের এক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি সেনারা
রাজটাইমস ডেস্ক:
৪ নভেম্বর ২০২২ ০৩:৩৩
জেরুসালেমের এক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি সেনারাইসরায়েলি সেনাবাহিনী অধিকৃত পশ্চিম তীরের জেরুসালেম শহরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। ফিলিস্তিনিদের বাড়িতে তল্লাশি করার সময় ইসরায়েলি সেনারা এ হত্যাকাণ্ড সংঘটিত করে।
প্রত্যক্ষদর্শীরা আনাদোলু এজেন্সিকে বলেছেন যে ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনিদের বেইট দুক্কু শহরে হামলা চালায়। এ সময় তারা ফিলিস্তিনিদের বাড়ি তল্লাশি করার দাবি করার পরে ফিলিস্তিনি ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, এ সময় ইসরায়েলের সেনাবাহিনী সরাসরি গুলিবর্ষণ করে। তারা এ সময় মেটাল বুলেট এবং টিয়ার গ্যাসের ক্যানিস্টার ব্যবহার করে।
বুধবার ফিলিস্তিনি সিভিল অ্যাফেয়ার্স অথরিটি বলেছে, ‘দখলদার ইসরায়েলি সেনাবাহিনী রামাল্লার উত্তর-পশ্চিমে বেইট দুককু শহরে হাবাস আবদেল হাফিজ ইউসুফ রায়ানকে (৫৪) গুলি করেছে।’ এদিকে রোববার জেরিকো শহরের কাছে একটি গাড়ির ধাক্কায় চার ইসরায়েলি আহত হয়েছেন।
এনএ সূত্র: ইয়েনি শাফাক