03/14/2025 রাবি অধ্যাপকের মৃত্যুতে উপাচার্যের শোক
রাবি প্রতিনিধি
৪ নভেম্বর ২০২২ ০৪:২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাবিবুর রহমান আকনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
রাবিতে দীর্ঘ ৪১ বছরের কর্মজীবনে তিনি হিসাববিজ্ঞান বিভাগের সভাপতি, সিন্ডিকেট ও ফাইন্যান্স কমিটির সদস্য, ব্যবসায় শিক্ষা অনুষদের অধিকর্তা, শহীদ শামসুজ্জোহা হল প্রাধ্যক্ষ ছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ফাইন্যান্স কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, অধ্যাপক হাবিবুর রহমান আকন আজ সকাল সাড়ে ৬টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন । তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও চার কন্যা সন্তান রেখে গেছেন।
আরোও পড়ুন, রাবি ছাত্রলীগের সম্মেলন: ফিরছেন বিতর্কিত বহিষ্কৃতরাও
এনএ