03/14/2025 ইমরান খানের ওপর হামলার পর যে প্রতিক্রিয়া জানাল পাকিস্তান সেনাবাহিনী
রাজটাইমস ডেস্ক
৪ নভেম্বর ২০২২ ০৬:৪৪
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। সেনাবাহিনীর আন্তঃসার্ভিস জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিবৃতিতে প্রতিক্রিয়া ব্যক্তি করেছে।
আইএসপিআর জানিয়েছে, গুজরানওয়ালার কাছে পিটিআইয়ের লং মার্চের সময় গুলি চালানোর ঘটনা ‘অত্যন্ত নিন্দনীয়’। খবর দ্য ডন’র।
বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় প্রাণ হারানো ব্যক্তির জন্য দোয়া করছি। এছাড়া পিটিআই চেয়ারম্যান ইমরান খান এবং এই দুর্ভাগ্যজনক ঘটনায় আহত সবার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি।
পাকিস্তানের রাজনীতিতে দেশটির শক্তিশারী সেনাবাহিনী অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে সেনাবাহিনীর ভূমিকা রয়েছে বলে মনে করেন পিটিআইয়ের নেতারা।
#এমএস