1184

03/17/2025 ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন স্থগিত

ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

৪ অক্টোবর ২০২০ ১৬:২৬

বিশ্ব মহামারী করোনাভাইরাসের প্রভাব পড়ল এবার রিপাবলিকানদের শিবিরে। প্রথমে মার্কিন প্রেসিডেন্টের সবচেয়ে ঘনিষ্ট উপদেষ্টা হোপ হিকস করোনায় আক্রান্ত এরপর মার্কিন প্রেনিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সস্ত্রীক আক্রান্ত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন যখন অল্পকিছুদিন পর ঠিক এই সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার উপদেষ্টা করোনায় আক্রান্ত হওয়ায় রিপাবলিকানদের নির্বাচনী ক্যাম্পেইন স্থগিত করা হয়েছে।

ট্রাম্প ও তার উপদেষ্টা আইসোলেশনে থাকায় এবং আপাতত ক্যাম্পেইন চালানোর মত কোন পরিবেশ না থাকায় এমন ঘোষণা দেন ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টিপেইন।

পরবর্তী আপডেট হোয়াইট হাউজের পক্ষ থেকে জানিয়ে দেয়া হবে জানিয়ে স্টিপেইনের দেয়া বিবৃতিতে বলা হয়, ট্রাম্পের অংশগ্রহনে ভার্চুয়াল অথবা সরাসরি যত ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে তা সব সাময়িক স্থগিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ক্যাম্পেইন ইভেন্ট পরবর্তীতে চালু করতে পারেন।

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]