11849

04/23/2025 রাজশাহী-১ আসনে নির্বাচন করতে চান মাহী

রাজশাহী-১ আসনে নির্বাচন করতে চান মাহী

রাজটাইমস ডেস্ক

৫ নভেম্বর ২০২২ ০৯:০৪

জাতীয় সংসদের রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে নির্বাচনে অংশ নিতে চান বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। নায়িকার নিজের এলাকা রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালায় শুক্রবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি।

এ দিন বঙ্গবন্ধুর কনিষ্ঠ পূত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে মুণ্ডুমালা ফজল আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে একটি কাবাডি টুর্নামেন্টের আয়োজন করে চিত্রনায়িকা মাহিয়া মাহির গড়ে তোলা স্বপ্ন ফাউন্ডেশন ও জেলা ক্রীড়া সংস্থা। এ প্রতিযোগিতা দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মাহি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে আমি আদর্শিত। সে বিষয়টা আমি সবাইকে জানাতে চাই। সবাই যে যার জায়গা থেকে এটা করতে পারে। আমি পলিটিক্স বুঝি না যদিও, তবুও আমি স্টার্ট করেছি। আমি মানুষের সেবা করতে চাই। পলিটিক্স আসলে আমি দেখি যে মানুষের সেবা করা।’

তিনি রাজনীতিতে আসছেন কি না এমন প্রশ্নের জবাবে নায়িকা মাহি বলেন, ‘আমাদের বঙ্গবন্ধু যেটা করেছেন, নিজের জীবনটাকে, নিজের যৌবনটাকে ত্যাগ করে, পরিবারকে সময় না দিয়ে নিজেকে উৎসর্গ করেছেন। সেই বিষয়টাকে আমি রাজনীতি হিসেবে দেখি।’

ভবিষ্যতে এমপি নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছার বিষয়ে জানতে চাইলে নায়িকা বলেন, ‘আপাতত না, অনেক দেরি আছে। যদি এলাকার লোকজন চায়, আমাকে ভালবাসে অবশ্যই সেটা হতে পারে, ইনশাল্লাহ।’

এদিকে, সকাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নিয়েছে রাজশাহীর নয় উপজেলার নয়টি এবং জেলা পুলিশের একটি দল। অভিনেতা ও পুলিশ কর্মকর্তা ডি এ তায়েব টুর্নামেন্টের উদ্বোধন করেন। প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি ফালগুনী হামিদ। আর বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান। অনুষ্ঠানে পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আবদুল জলিল, জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিশেষ অতিথি থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান চিত্রনায়িকা মাহি।

উল্লেখ্য, নায়িকা মাহির গ্রামের চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। তাঁর জন্ম পার্শ্ববর্তী তানোর উপজেলার মুণ্ডুমালায় নানা বাড়িতে। মাঝে মাঝেই তিনি এখানে আসেন। এর আগে মুণ্ডুমালায় তিনি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। এবার আয়োজন করা হয়েছে কাবাডির।

নায়িকা মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি এ সংগঠনের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আগামীতে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হতে পারেন বলে এলাকায় গুঞ্জন আছে।

#এমএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]