1185

03/15/2025 গেট ভেঙ্গে এয়ারলাইনস অফিসের সামনে সৌদি প্রবাসীরা

গেট ভেঙ্গে এয়ারলাইনস অফিসের সামনে সৌদি প্রবাসীরা

রাজটাইমস ডেস্ক

৪ অক্টোবর ২০২০ ১৭:১৩

সৌদি টিকেটের জন্য মুখিয়ে থাকা প্রবাসীদের সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের পক্ষ থেকে ০৪ অক্টোবর টিকেটের টোকেন দেয়ার ঘোষণা দেয়া হয়েছিল।

পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী প্রবাসীরা উপস্থিত হলে টোকেন না মেলা প্রবাসীরা এয়ারলাইন্স অফিসের গেট ভেঙে হোটেলের বাউন্ডারির ভেতরে অবস্থান নিয়েছেন।

রোববার (৪ অক্টোবর) সকাল ৯টার দিকে টোকেন প্রত্যাশী সৌদি প্রবাসীরা স্বাভাবিকভাবে সোনারগাঁও হোটেলের বাইরে অবস্থান নেয়। এক পর্যায়ে মানুষের ধাক্কায় হোটেলের গেট ভেঙে যায়। পরে প্রবাসীদের স্রোতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় হোটেলের আশপাশ। এক পর্যায়ে হোটেলের প্রবেশমুখ পর্যন্ত মানুষের ঢল নামে।

নানা শ্লোগান আর দাবিতে এয়ারলাইন্স এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ঢল ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও স্রোত ঠেকানো যায়নি।

এদিকে এমন অবস্থায় এয়ারলাইন্সের পক্ষ থেকে টোকেন বিতরণ করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। খবর-বাংলানিউজ

  • এসএইচ

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]