04/04/2025 সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেফতার
রাজটাইমস ডেস্ক
৬ নভেম্বর ২০২২ ০৪:২৯
নাশকতা মামলায় এনায়েতপুরে বিএনপি ও জামায়াতের নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম-আহবায়ক বিজয় আহম্মেদ, খুকনী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মজনু, যুগ্ম-আহবায়ক সেলিম আহম্মেদ, সদস্য সামসুল হক, থানা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন, রঞ্জু আহম্মেদ, সদস্য মুনছুর আলী, জামায়াতের নেতা ডা. ইদ্রিস আলম ও আব্দুল্লাহ।
এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালে নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
#এনএ