11869

04/23/2025 বাধা দিয়ে রাজশাহীর সমাবেশ ঠেকানো যাবে না

বাধা দিয়ে রাজশাহীর সমাবেশ ঠেকানো যাবে না

রাজটাইমস ডেস্ক

৬ নভেম্বর ২০২২ ০৪:৩৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দুঃশাসনের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে, আন্দোলন শুরু হয়ে গেছে। বাধা দিয়ে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপির কোনো বিভাগীয় সমাবেশ ঠেকানো যায়নি। আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর বিভাগীয় সমাবেশও ঠেকানো যাবে না।

আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতর বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে শনিবার (৫ অক্টোবর) সকালে সিরাজগঞ্জের হোসেনপুরে তার নিজ বাড়িতে জেলার ১৮টি ইউনিট বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে আয়োজিত সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় যাবে। যখনই নিরপেক্ষ নির্বাচন হবে, তখনই বিএনপি জয়লাভ করবে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু তার বক্তব্যে রাজশাহী বিভাগীয় সমাবেশে সিরাজগঞ্জ থেকে ১০ হাজার নেতা-কর্মী সমর্থকসহ জনগণের অংশগ্রহনের আশাবাদ ব্যক্ত করেন।

সিরাজগঞ্জ জেলা বিএনপি, বিভিন্ন উপজেলা, পৌর ও থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা এই প্রস্ততিমূলক সভায় অংশ নেন।

#এনএ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]