1188

03/15/2025 রিফাত হত্যা মামলা: ডেথ রেফারেন্স উচ্চ আদালতে

রিফাত হত্যা মামলা: ডেথ রেফারেন্স উচ্চ আদালতে

রাজটাইমস ডেস্ক

৪ অক্টোবর ২০২০ ১৮:৫২

দেশের আলোচিত চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয় আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছেছে।  

রবিবার (০৪ অক্টোবর) সকালে যাবতীয় নথিসহ ডেথরেফারেন্স নিয়ে আসেন বরগুনা কোর্টের কর্মকর্তা জাহাঙ্গীর পিকু।

আইন অনুযায়ী নিম্ম আদালত উচ্চ আদালতের অনুমতি ব্যতীত ফাঁসি দিতে পারেন না। এজন্য মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য (ডেথ রেফারেন্স) মামলার যাবতীয় কার্যক্রম উচ্চ আদালতে পাঠানো হয়। রায় হাইকোর্টে আসার পর আসামিরা সাত দিনের মধ্যে আপিল আবেদন করতে পারবেন।

তবে দেশে বিদ্যমান ফৌজদারি আইন অনুসারে দণ্ডিতরা বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে জেল আপিল ও আপিলের সুযোগ পাবেন।

আলোচিত এই হত্যা মামলার রায় দেয়া হয় গত ৩০ সেপ্টেম্বর। রায়ে মিন্নিসহ ছয় আসামির মৃত্যুদণ্ড ও ৪ জনকে খালাস দেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।  

রায়ে যাদের বিরুদ্ধে ফাঁসির দণ্ডাদেশ দেয়া হয় তারা হলেন- মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯) ও আয়শা সিদ্দিকা মিন্নি (১৯)।

রায়ে যেসব আসামীকে বেকসুর খালাস দেয়া হয় তারা হলেন- মো. মুসা (২২), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)। খবর-বাংলাদেশ প্রতিদিন।

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]