11891

04/19/2025 সাধারণ মানুষের গায়ে হাত দিলে রক্ষা নেই: প্রধানমন্ত্রী

সাধারণ মানুষের গায়ে হাত দিলে রক্ষা নেই: প্রধানমন্ত্রী

রাজটাইমস ডেস্ক

৭ নভেম্বর ২০২২ ০৪:০৫

বিএনপির প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে সাধারণ মানুষের গায়ে হাত দিলে কারও রক্ষা নেই।

রোববার (৬ নভেম্বর) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এমন হুঁশিয়ারি দেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সুস্থ রাজনীতি করলে আপত্তি নেই। কিন্তু সাধারণ মানুষের গায়ে হাত দিলে তাদের কারও রক্ষা নেই।

তিনি আরও বলেন, মানুষের জন্য কাজ করলে মানুষকে সঙ্গে নিয়েই করতে হবে। পুড়িয়ে হত্যা করে নয়।

‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে ১৩-১৪ সালে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ওই সময় তিন হাজার ৬০০ মানুষ বিএনপি-জামায়াতের হামলার শিকার হয়েছেন।

আওয়ামী লীগ দেশের মানুষের শান্তি, কল্যাণ ও উন্নয়ন চায় বলে অনুষ্ঠানে মন্তব্য করেন বঙ্গবন্ধুকন্যা।

#এমএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]