11908

04/23/2025 চাঁপাইনবাবগঞ্জে ছেলের হাতে বাবা খুন

চাঁপাইনবাবগঞ্জে ছেলের হাতে বাবা খুন

রাজ টাইমস ডেস্ক

৮ নভেম্বর ২০২২ ০৩:১০

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামে ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটেছে। রোববার (৬ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মৃত আব্দুল বারি (৫৫) চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।

  • এঘটনায় মৃতের পাষন্ড ছেলে শাহিনকে আটক করেছে পুলিশ। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে রবিবার রাত সাড়ে ৯টার দিকে মৃত বারির বড় ছেলে ফারুক হোসেনের স্ত্রী আল হামরাকে গালিগালাজ করছিলো শাহিন। এ সময় বাবা বারি শাহিনকে বাধা দেয়। এতে বাবা ও ছেলের মধ্যে কথাকাটাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে রাত ১০টার দিকে ছেলে শাহিন বাবাকে ধাক্কাধাক্কি শুরু করে। বাবা বারি পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। খরব পেয়ে সদর থানা পুলিশ নিহত বারির লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামে ছেলের হাতে বাবা মৃত্যুর ঘটনায় ছেলে শাহিনকে আটক করা হয়েছে। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

#এনএ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]