11927

09/20/2024 তাইওয়ান ঘিরে চীনের ৬৩ যুদ্ধবিমানের মহড়া

তাইওয়ান ঘিরে চীনের ৬৩ যুদ্ধবিমানের মহড়া

রাজটাইমস ডেস্ক: 

৯ নভেম্বর ২০২২ ০২:৪৭

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চীনের অন্তত ৬৩ যুদ্ধবিমান ও চারটি যুদ্ধজাহাজ তাইওয়ানের চারপাশ ঘিরে মহড়া দিয়েছে।

  • সোমবার চীন এ মহড়া দেয় বলে জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আনাদোলুর।

এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এর মধ্যে ৩১টি যুদ্ধবিমান দুই দেশের মধ্যবর্তী নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছিল।

বিবৃতিতে তাইপে আরও জানিয়েছে, চীনের চারটি যুদ্ধবিমান তাইওয়ানের পূর্বপ্রান্তের আকাশ প্রতিরক্ষা চিহ্নিতকরণ জোনের ওপর দিয়ে উড়ে গেছে।

এর আগে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চু কুয়ো-চেঙ জানিয়েছিলেন, তাইওয়ান চীনের হামলা প্রতিহত করে তাদের ভূখণ্ড রক্ষায় পুরোপুরি প্রস্তুত।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান ইস্যুতে বলপ্রয়োগ থেকে চীন সরে আসবে না বলে হুশিয়ারি উচ্চারণের জবাবে এ মন্তব্য করেছিলেন তিনি। ১৯৪৯ সাল থেকে স্বায়ত্তশাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে নিজের ভূখণ্ড দাবি করে আসছে চীন।

#এনএ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]