11932

04/23/2025 রাজশাহীতে সেরা রাধুনী প্রতিযোগীতা

রাজশাহীতে সেরা রাধুনী প্রতিযোগীতা

রাজটাইমস ডেস্ক

৯ নভেম্বর ২০২২ ০৮:১৩

সারা দেশ থেকে সেরা রন্ধনশিল্পী খুঁজে বের করতে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের আয়োজনে রান্নায় শ্রেষ্ঠত্যের লড়ায় ‘সেরা রাঁধুনির’ আসর শুরু হয়েছে রাজশাহীতে। মঙ্গলবার সকাল থেকে রাজশাহী পর্বে প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহন করেন। বিচারকদের প্রত্যাশা বিভিন্ন পেশা থেকে আগতদের মধ্য থেকে সেরা রান্নার সেরা রাধুনী তারা খুজে পাবেন।

সকাল ৯টার পর থেকে রাজশাহীর শিল্পকলা একাডেমীতে সেরা রাঁধুনি হতে প্রতিযোগীরা আসতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে প্রতিযোগীদের এই লাইন লম্বা হতে থাকে। আর প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের প্রত্যাশা এমন অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের রন্ধন প্রতিভা তারা বিকাশ করতে পারবেন।

আর বিচারকরা জানালেন রাজশাহীর প্রতিযোগরা বেশিরভাগই তরুণ। তবে ঐতিহ্যবাহী খাবার ও বেকারী আইটেম প্রস্তুতের ক্ষেত্রে রাজশাহীর প্রতিযোগিরা বেশী আগ্রহী।

এদিকে সকাল থেকে অডিশন রাউন্ডে প্রাথমিক ভাবে যারা নির্বাচিত হয়েছেন তাদের সকলের প্রত্যাশা ঢাকা রাউন্ডে যাবার। তবে সেরাদের সেরা হবার লড়াইয়ে ক্রিয়েটিভ খাবার আর উপস্থাপনা শৈলী অনেক বড় দিক বলে মনে করেন এই নির্বাচিতরা।

প্রতিযোগিতার মিডিয়া পার্টনার মাছরাঙা টেলিভিশন, মিডিয়াকম লিমিটেড । এছাড়া আয়োজনের সঙ্গে রয়েছে রাঙামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্ট।

#এমএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]