11959

04/23/2025 মোহনপুরে সেই অসহায় পরিবার পেলেন টিন ও অর্থ

মোহনপুরে সেই অসহায় পরিবার পেলেন টিন ও অর্থ

রাজটাইমস ডেস্ক

১০ নভেম্বর ২০২২ ০৮:৩৭

মোহনপুর উপজেলার পোল্লাকুড়ি গ্রামে খাস জমির উপরে অসহায় বৃদ্ধ কাজেম উদ্দিন শেখের ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে ঘরের টিন খুলে নেয় সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াঙ্কা দাস।

স্থানীয় দৈনিক সানশাইন পত্রিকায় সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসে উপজেলা প্রশাসন। এরপর সেই অসহায় বৃদ্ধ কাজেম আলীর পরিবারের ঘর নির্মান ও গৃহ নির্মাণ মাঞ্জুরী অর্থ উপ বরাদ্দ প্রদান করেন জেলা প্রশাসক (ত্রান শাখা)। বুধবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলা চত্তরে বৃদ্ধ কাজেম উদ্দিন শেখের স্ত্রী নুরেছা বেগমের হাতে ২ বান্ডিল ঢেউ টিন ও নগদ ৬ হাজার টাকার নগদ চেক তুলে দেন উপজেলা প্রশাসন।

পাশাপাশি উপজেলার ধোষসা গ্রামের অসহায় পরিবার আশা বেগমের হাতে ২ বান্ডিল ঢেউ টিন ও নগদ ৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ-জোহরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াংকা দাশ, উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল কুমার মালাকার।

#এমএস
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]