04/23/2025 কাটাখালীতে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত
রাজটাইমস ডেস্ক
১১ নভেম্বর ২০২২ ০৮:৩৯
রাজশাহীর কাটাখালী থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় থানা এলাকার মাহেন্দ্র-হরিয়ানের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কাটাখালী থানা অফিসার্স ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার সাড়ে ৬টার দিকে মাহেন্দ্র-হরিয়ানের ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে থানা এলাকা উত্তর কাজীপাড়ার মো. আলমগীর হোসেনের ছেলে মো. রাসেল (২০) ঘটনাস্থলেই নিহত হয়। রাসেল মোটরসাইকেল চালক ছিলেন। সে নগরীর শাহ মখদুম কলেজের ছাত্র।
রাসেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে।
#এমএস