1203

03/17/2025 নগরীতে সড়কে কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক মেয়র

নগরীতে সড়কে কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক মেয়র

রাজটাইমস ডেস্ক

৫ অক্টোবর ২০২০ ২৩:১৯

রাজশাহী নগরীর বিলসিমলা রেলক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত চার লেন সড়কের কার্পেটিং এর কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

সোমবার (০৫ অক্টোবর) তিনি কার্পেটিং কাজ পরিদর্শনকালে কাজের যথাযথ মান বজায় রেখে দ্রুতই শেষ করার নির্দেশ দেন।

মেয়রের পরিদর্শনকালে রাসিক কর্মকর্তাসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাসিকের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়নে ১৭৩ কোটি টাকার প্রকল্পের আওতায় ২৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে বিলসিমলা রেলক্রসিং মোড় থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত সড়কটি ৩০ ফুট থেকে ৮০ ফুটে উন্নীত করা হচ্ছে। সড়কের দুই পাশে ১০ ফুট চওড়া ফুটপাত ও রাস্তার দক্ষিণ পাশে সাড়ে সাত ফুট ড্রেন করা হয়েছে। এ ছাড়া সড়কটিতে বাইসাইকেল লেন নির্মাণ করা হয়েছে। নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন আইল্যান্ড। সবুজায়নের জন্য আইল্যান্ডে ইতোমধ্যে বৃক্ষরোপণ করা হয়েছে।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]